Monday, December 17, 2018

ফ্রিল্যান্সিং কি এবং কেনো আমরা ফ্রিল্যান্সারে সক্ষম হতে পারি নাহ?


ফ্রিল্যান্সিং হলো এমন একটি মাধ্যম যেখানে ঘরে বসে কম্পিউটার এর মাধ্যমে অন্য একজনের কাজ তা হতে পারে পাশের ঘরের কাজ বা অন্য কোনো দেশের কাজ করা।
এর মাধ্যমে মানুষ খুব সহজেই একজন দক্ষ মানুষের দ্বারা বাইয়ার তার কাজ করিয়ে নিতে পারে। এই ফ্রিল্যান্সিং দ্বারা অনেক বেশি কাজের স্থান তৈরি হয়েছে। দেশে বিদেশে দিন দিন এই ফ্রিল্যান্সিং এর গুরুত্ব বেড়েই চলেছে। অন্যান্য দেশের মতো আমাদের বাংলাদেশেও এর জনপ্রিয়তা কম নয়। কাজ যেমন দিন দিন বাড়ছে তার পাশাপাশি বাড়ছে ফ্রিল্যান্সার এর সংখ্যাও । তাই এখানে কাজ করে সফলতা আনাটা দিন দিন কষ্টকর হয়ে পড়েছে। ফ্রিল্যান্সিং এর জন্য খুব ভালো সাইটের ভিতর রয়েছে freelancer.com, upwork.com, elance.com, 99designs.com etc.

সফলতার জন্য যা যা করতে হবেঃ যেহেতু দিন দিন কাজের সাথে সাথে ফ্রিল্যান্সার এর সংখ্যাও বাড়ছে সেহেতু প্রথমেই এই সেক্টরে কাজ করার জন্য প্রয়োজন যে কোন কাজ সম্পর্কে সঠিক ধারনা। আর সে কাজ হতে হবে কম্পউটার সম্পর্কিত। কাজটি সর্ম্পকে ভালোভাবে ধারনা নিয়ে সেই কাজ ভালো ভাবে শিখতে হবে। কাজ শিখার পর বেশি বেশি  কাজ করতে হবে। কাজ করে নিজের স্ক্রিল এর উন্নতি করতে হবে।এতে করে আপনার কাজ সম্পর্কে ধারনা ভালো ভাবে বৃদ্ধি পাবে এবং নতুন নতুন ডিজাইন করতে সক্ষম হবেন। আপনি কখনই ভাববেন না যে আপনি এই সেক্টরে ডুকলেই কাজ পাবেন। কাজ পাওয়ার জন্য আপনাকে এই সেক্টরে লেগে থাকতে হবে। প্রথম দিকে কাজ পাওয়াটা একটু কঠিন কারণ বাইয়ার তার কাজ সঠিক ভাবে পাওয়ার জন্য পুরাতন ফ্রিল্যান্সার দের উপর বেশি বিশ্বাস রাখেন তাই আপনাকে পুরাতন ফ্রিল্যান্সার দের সাথে কম্পিটিশন করে কাজ পেতে একটু তো সময়

Friday, December 14, 2018

Edited Picture No. 01



This

Visiting Card 1








This Visiting Card is editable and usable. I made this design. You can edit this card's all  Text, all shape and design.This is a PSD file. I made this PSD Visiting Card with Photoshop CC. In the downloaded file you will find a mockup File and Visiting Card PSD file. I hope that you will be satisfied. Have fun!!!

Please comment us for this post and also like and share this post with your friends.